Sunday, January 13, 2013

two knights defense




level - experienced beginner/intermediate player

Introduction:

ইতালিয়ান গেম একটা খুব জনপ্রিয় ওপেনিং। বিশেষ করে নতুন খেলোয়াড় দের মধ্যে আরও বেশি জনপ্রিয়। ইতালিয়ান গেম শুরু হয় নিচের চাল গুলোর মাধ্যমেঃ

1.e4 e5 2. Nf3 Nc6 3. Bc4..

চাল গুলোর পর বোর্ডের পজিশন নিচের মতো হয়ঃ

italian game

এই পজিশনে কালোর সাধারনত 3...Bc5 ba 3...Nf6 চাল দেয়। 3...Bc5 সম্বন্ধে আমরা পরে কখনও শিখব। আজ আমরা 3...Nf6 নিয়ে আলোচনা করবো। কালো 3...Nf6 খেললে সেই রক্ষণ কে two knights defense বা দুই ঘোড়ার রক্ষণ বলে। এরকম নামকরণ এর কারন, এই খেলায় কালো তার শুরুতেই তার দুই ঘোড়া কে বাইরে এনে খেলা শুরু করে।
starting position - two knights defense


শেষ চালে কালো সাদার মাঝমাঠের বোড়ে কে আক্রমন করেছে। এর উত্তরে সাদা অনেক রকমের চাল দিতে পারে। এই পজিশনে কিছু জনপ্রিয় চাল হলো 4.d3 বা 4.Nc3, যে চাল দিয়ে e4 এর বোড়ের রক্ষণ শক্ত করা হয়। এরকম পজিশনে সাধারণ নিয়ম এর উপর ভিত্তি করে খেললে দুপক্ষই ভালো খেলবে। আর একটা জনপ্রিয় চাল হলো 4.d4. শেষ চালের মাধ্যমে সাদা তার e4 এর বোড়ে কে gambit করেছে। এইপর খেলা বেশ জমে ওঠে। তবে সবচেয়ে আক্রমনাত্মক চাল হল 4.Ng5।

সাদা যদি 4.Ng5 চালে তাহলে খুব শীঘ্র বোর্ডে রক্তারক্তি কান্ড শুরু হয়। এই সময় কোনো পক্ষের একটা খুব সামান্য ভুল চাল মানেই ততক্ষণাত সাক্ষাত ম্রৃত্যু। তাই এই পজিশনে কি ধরনের চাল ভালো আর কি ধরনের চাল খারাপ সেই সম্বন্ধে আগে থেকে একটু ধারনা থাকলে খেলার সময় সুবিধা হয়।

4.Ng5 এর পর কালোর কাছে আপাতদৃষ্টিতে সমূহ বিপদ। f7 পয়েন্ট, খেলার শুরুতে বোর্ডের সবচেয়ে দুর্বল ঘরের উপর সাদা হাতি (c4) আর ঘোড়া (g5) মিলে দৈত আক্রমণ করেছে, কিন্তু রক্ষণের জন্য আছে কেবল্ মাত্র রাজা। এই বিপদের হাত থেকে রক্ষা পাবার উপায় কি? এই নিয়ে আমি আজকের লেখাটা লিখছি।

after 4.Ng5


এর পর দু' তিনটি চাল ঠিকঠাক না খেলতে পারলে খুব তাড়াতাড়ি হেরে যাবার সম্ভাবনা তৈরী হয়। তাই এই পজিশন কিভাবে খেলতে হয় সেই সম্বন্ধে একটু ধারনা থাকলে ভালো। বোর্ডে খুব জটিল অবস্থার সৃষ্টি হয়। এরকম পজিশনে ২-৩ বা বেশি চাল অবধি গনণা করা আবশ্যক। তাই যারা দাবায় গনণায় উন্নতি করতে চান তাদের জন্য এই ধরনের পজিশন খেলা খুব ভালো প্রাক্টিস।

f7 নিয়ে খুব জরুরি কালোর কিছু করা আবশক, নয়তো সাদা সুবিধাজনক অবস্থায় চলে যাবে। এই অবস্থায় কালোর সবচেয়ে স্বাভাবিক রক্ষণাত্মক চাল হলো 4...d5। শেষ চাল হাতিকে আক্রমণ করে, এবং f7 er মধ্যে যোগাযোগ ছিন্ন করে। এর উত্তরে সাদা সাধারনত 5. exd5 খেলে। আমরা বোর্ডে ক্রিটীক্যাল পজিশনে পৌছেছি। নিচের ছবিটি দেখুন।

critical position



d5 এর বোড়ে c6 এর ঘোড়া কে আক্রমণ করেছে। এই অবস্থায় আপনি কি চাল দেবেন? ভাবুন।

5...Nxd5 দেখতে সবচেয়ে স্বাভাবিক মনে হয়। আপনি কি তাই খেলবেন? নাকি অন্যকিছু?

....................................................................................।

আগের আর্টিকেল একটা প্রশ্ন দিয়ে শেষ করেছিলাম। এবার সেখান থেকে এই লেখা টা শুরু করবো।

5...Nxd5 good or bad?


আসলে এই পজিশনে 5...Nxd5 খুব একটা ভালো চাল নয়। এটা একটা বহুদিনের পরনো অতি পরিচিত ফাঁদ। সেটা কেন এবং কি রকম তা একটু পরেই পরিষ্কার হবে। এরপর খেলা খুব জটিল, তবে এরপর থেকে দুজনেই বেশ ভালো খেললে সাধারনত সাদা কয়েক চাল এর মধ্যেই ভালো অবস্থায় পৌছে যায়। এবং অনেক সময়েই খুব তাড়াতাড়ি খেলা জিতে যায়।

কিভাবে? এই অবস্থায় সাদা পরের কয়েকটা আক্রমনাত্মক চাল দেয় এবং তার উত্তরে কালো অসহায়। খেলা এইভাবে এগোতে পারে।

6.Nxf7


কালো রাজাকে আক্রমন করার জন্য সাদা একটা পুরো ঘোড়া কে খাইয়ে দিচ্ছে। এবং এটা খুব ভালো চাল। কারন এর বিনিময়ে সাদা কালোর রাজাকে বোর্ডের মাঝখানে টেনে নিয়ে যাবে, এবং সমস্ত শক্তি দিয়ে আক্রমন করবে। আক্রমন প্রতিহত করা সম্ভব হলেও কালো কে সাধারনত ক্ষতিপুরন হিসাবে একটা ঘোড়ার চেয়ে বেশি শক্তি খোয়াতে হয়। এককথায়, সব দিক দিয়েই কালোর লোকসান।

সাদার ঘোড়া কালোর নৌকা এবং মন্ত্রী একসাথে আক্রমন করেছে, সুতরাং কালোর একমাত্র খেলার মতো চাল হলো 6...Kxf7. এর উত্তরে সাদা 7.Qf3 খেলে সাদার রাজা এবং d5 ঘরের ঘোড়া একসাথে আক্রমন করে। কালোর রাজা কে কিস্তি দেওয়া হয়েছে, এবং d5 এর ঘোড়া কে দুবার আক্রমন করা হয়েছে, সুতরাং 7...Ke6 একমাত্র চাল যেটা ঘোড়া কে না খুইয়ে চালা যেতে পারে।



[7...Kg8?? 8. Bxd5+ Qxd5 9. Qxd5 Be6 10. Qxe6 mate]



সাদা এর পরের প্রতি চালে আক্রমন করে একটার পর একটা ঘুটি বাইরে আনতে পারে। 7...Ke6 এর পর 8.Nc3 Ne7 9. 0-0 c6 10. d4 ইত্যাদি চাল এর পর নিচের পজিশন হতে পারে।

white attack is strong



এই পজিশনে সাদা সমস্ত সেনাবাহিনী নিয়ে আক্রমন করছে। কালোর রাজা বোর্ডের মাঝখানে আটকে রয়েছে।

যাকগে, সাদা কালোর সমস্ত রকম চাল, তার উত্তর প্রতুত্তর নিয়ে লেখা আমার এই আরটিকেল এর উদ্দেশ্য নয়। এবং সাধারনত সমস্ত চাল মনের রাখার চেষ্টা করে কোনো লাভ হয়না, কারন দাবা খেলায় দু'পক্ষের এত রকম আলাদা চাল দেওয়ার সম্ভাবনা আছে যে চাল মুখস্থ করার কোনো মানে নেই। আসল খেলায় একদম এই পজিশন তৈরী হবে এমন কোনো কথা নেই। অন্যরকম পজিশন হতে পারে। তবে বহুদিনের পুরনো খেলা এবং ভালো খেলোয়াড়দের অভিগ্যতা থেকে দেখা গ্যাছে যে 5...Nxd5 চাল এর পর সাদা সবসময়েই খুব ভয়ঙ্কর আক্রমন করে। তাই এই চাল না খেলাই ভালো।

আমি যখন নতুন খেলোয়াড় ছিলাম তখন এই চাল টা খেলে কয়েকবার হেরেছি। তারপর শিখেছি যে এই চাল টা খারাপ। অভিগ্যতাই মানুষকে সবচেয়ে ভালো শিক্ষা দেয়।

এটা যদি ভালো চাল না হয় তাহলে কালোর পাঁচ নম্বর চালে এর চেয়ে ভালো চাল নিশ্চয় আছে। সেটা কি? উত্তরঃ আসলে এই পজিশনে কালোর কাছে একাধিক ভালো চাল আছে। সেসব অন্যান্য চাল নিয়ে পরে লিখবো। এই লেখাটা পড়লে শুধু মাথায় রাখবেন খুব শীঘ্র d5 ঘরের বোড়ে খাওয়া কালোর পক্ষে খুব বিপজ্জনক, কারন এরপর কালোর রাজার সামনে সমূহ বিপদ। আরা দাবা খেলায় রাজার চেয়ে মূল্যবান কিছু নেই, কাজেই এই বিপদ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ।
..............................................................................



1.e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Nf6 4. Ng5 d5 5.exd5 এর পর কালোর 5...Nxd5 ভালো চাল নয় সেটা আগের আর্টিকেলে বলেছি। এবং জানিয়েছিলাম এই পজিশনে কালোর এর চেয়ে অনেক ভালো চাল আছে। সম্ভাব্য অনান্য চাল সম্বন্ধে এখানে লিখবো।

খেয়াল করে দেখুন, সাদা চার নম্বর চালে (4.Ng5) নিজের ঘোড়া কে দুবার চেলেছে। এটা খেলা শুরু করার সাধারণ নিয়ম বিরুদ্ধ বলে ধরা হয়। খেলার শুরুতে কোনো বিশেষ কারন ছাড়া একই ঘূটি কে একবার এর বেশি চালা সাধারনত খারাপ বলে মনে করা হয়। তাহলে সাদার শেষ চাল টা কি খারাপ চাল? এর উত্তর এত সহজ নয়। সাদার এই চাল এর উদ্দেশ্য হল নিজের সৈন্যবাহিনীর বাকিদের তৈরী না করে শুরুতেই একটা ঝটকা আক্রমন করা। এবং আগের লেখায় বলেছি 5...Nxd5 খেলা মানে সাদাকে বিনামুল্যে আক্রমনের সুযোগ করে দেওয়া। তাই এটা ভালো চাল নয়। একটা ভালো চাল হবে সাদাকে তার নিজের স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া। 

তাহলে ভালো চাল কি? এই পজিশনে একটা খুব স্বাভাবিক চাল হলো প্রতি আক্রমন। কালোর c6 ঘরের ঘোড়া আক্রান্ত, সুতরাং এই ঘোড়া কে সরিয়ে আমরা যদি প্রতি আক্রমন করতে পারি তাহলে দারুণ হয়। এবার নিশ্চয় আপনারা একটা ভালো চাল খুঁজে পেয়েছেন। এই পজিশনে সবচেয়ে জনপ্রিয় চাল হল 5...Na5

a good reply!



কালো শেষ চালের মাধ্যমে সাদার হাতি (c4) কে আক্রমন করেছে। আর সাদার নিজের বোড়ে d5 ঘরে থেকে টার্গেট f7 ঘরের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সুতরাং সাদার কাছে এখনি রাজার দিকে সরাসরি আক্রমনের সুযোগ নেই। সুতরাং হাতি কে কোনো নিরাপদ ঘরে সরাতে হবে, বা হাতি কে রক্ষণের জন্য একটা চাল ব্যয় করতে হবে। সুতরাং কালোর পরিকল্পনা সফল। খেলার শুরুর উদ্দেশ্য হলো নিজের ঘুটি যত তাড়াতাড়ি সম্বব আক্রমনাত্মক জায়গায় নিয়ে যাওয়া, এবং অপরকে তা করতে বাধা দেওয়া। আপনি যদি তা সফলভাবে করতে পারেন তাহলে খেলায় আপনার সুবিধাজনক জায়গায় চলে যাওয়ার বা জেতার সম্ভবনা বৃদ্ধি পায়। অবশ্য প্রত্যেক চাল এর আগে-পরে আপনাকে একটু আধটূ নিজের-অপরের সম্ভাব্য চাল উত্তর প্রতি উত্তর এইসব গণনা করতে হবে। কিন্তু এইসব কথাগুলো মাথায় রেখে খেললে ক্যালকুলেশনের সময় অনেক সুবিধা হয়।

এরপর চালগুলো এমন্ হতে পারে 6.Bc6+ c6 7.dxc6 bxc6 ইত্যাদি

black attacks white again!



উপরের ছবিটা লক্ষ্য করে দেখুন। সাদার চেয়ে কালোর একটা সৈন্য কম আছে। কিন্তু কালো আবার সাদা কে আক্রমন করেছে। এই অবস্থায় সাদা হাতি কে আবার পিছু হঠাতে হবে। ধরা যায় 8.Be2. এর উত্তরে এবার কালো g5 ঘরের ঘোড়া কে আক্রমন করার সুযোগ পাবে। 8...h6! 9.Nf3 e4!

black is pushing white forces back!



শেষ চালে কালো আবার সাদার ঘোড়াকে আক্রমন করেছে। শেষ পজিশনে কালোর একটা বোড়ে কম আছে, কিন্তু সেই বোড়ের ঘাটতি পুরণ করার জন্য বাকি সেনাবাহিনী সাদার সেনাদের তুলনায় অনেক ভালো পজিশনে আছে। এই পজিশনে খেলায় সাদার চেয়ে কালোর জেতার সম্ভবনা কোনো অংশে কম নয়।

আসল খেলা এরকম ভাবে চলবে তার কোনো মানে নেই। আগে পরে কোথাও কোনো একটা চাল এদিক ওদিক দিলেই ফাইনাল পজিশন হয়ত একদম পালটে যাবে। এখানেও আমরা চাল মুখস্থ করা শিখছি না। চাল মুখস্থ করে খেলতে নামলে জিততে পারবেন না, কারন একটা সময়ের পর আপনার মুখস্থের ভান্ডার ফুরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? প্রথমত, প্রতিপক্ষ যখন আক্রমন এর জন্য মরিয়া তখন চুপচাপ বসে থাকা বা শুধুমাত্র রক্ষণ শক্ত করার চেষ্টা খুব ভালো নাও হতে পারে। সুযোগ পেলেই প্রতি আক্রমণে যাওয়া উচিৎ। বিশাল আক্রমনের জন্য সামন্য সেনা (যেমন বোড়ে) খরচ করতে হলেও সেটা অনেক ক্ষেত্রে আপনার জন্য ভালো হতে পারে। তবে কোন পজিশনে কোনটা করা ভালো সেটা নিশ্চিতভাবে বলা বেশ কঠিন। তবে কিছু পুরনো দিনের খেলা সম্বন্ধে ধারনা থাকলে আমাদের বর্তমানের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

কালোর এই আক্রমনে আপনি সন্তুষ্ট নন? আপনি কি আরও আক্রমনাত্মক খেলতে চান? তাহলে আপনার জন্য সুখবর। আরও আক্রমনাত্মক খেলার ও উপায় আছে। সেই নিয়ে পরের লেখা। এবং সেই লেখায় আমার সাথে সাজিদ ভাই এর শেষ খেলা টি উদাহরণ হিসাবে দেখানো হবে। পরে সময় করে লিখবো।
........................................................................